📜 জুবায়েরপন্থীদের ফ্যাসিবাদী হামলার শিকার
সাইফুল ইসলাম এবং তার সাথীর উপর নির্মম হামলা চালায় জুবায়েরপন্থীরা। এই হামলার পরেও তারা হত্যার হুমকি ও মিথ্যা বক্তব্য রেকর্ড করে। এটি তাদের তথাকথিত “আখলাকের” প্রকৃত চিত্র তুলে ধরে।
নিচে সাইফুল ইসলাম ভাইয়ের বক্তব্যটি পড়িঃ
Md. Saiful Islam
December 19, 2024
আসসালামু আলাইকুম।
অনেকেই আমাকে ফোন করেছেন। মোবাইল যতক্ষনে হাতে পেয়েছি ততক্ষণে গভীর রাত।
ঢাকা মেডিকেল এর সামনে থেকে ফ্যাসিবাদী কায়দায় আমাকে এবং আমার আরেক সাথীকে জুবায়েরপন্থীরা উঠিয়ে নিয়ে যায়।
শরীরের ৩ বার গন পিটুনির কারনে শরীরের অনেক যায়গায় আঘাত এর কারনে শারীরিক অসুস্থতা ও পুলিশের হেফাজতে কাকরাইল মার্কাজ থেকে নিয়ে যাওয়া হয়। পুলিশের ভ্যানের ভিতরে ৩য় বারের মত হামলা করা হয়।
প্রাথমিক চিকিৎসা শেষে পুলিশের হেফাজতে রাখা হয় রাতে অভিবাবকের মাধ্যমে বাসায় আসতে পেরেছি।
ডাক্তার দেখানো একটা মৌলিক নাগরিক অধিকার আমার শ্যালককে জুবায়েরপন্থীরা মেরে আহত করে আর তাকে ঢাকা মেডিকেল কলেজে নেয়া হয় আর সেই অধিকারকেও জুবায়েরপন্থী গুন্ডারা মারধর করে হরন করে।
এর মাঝেও কিছু ভাই আমাদের হেফাজত করার চেষ্টা করেন।
আমাদের চোখবেধে হুমকি দিয়ে ভাই সৈয়দ ওয়াসিফুল ইসলাম, মুফতি ওসামা সাহেব ও মুফতি মোয়াজ বিন নূর সাহেব এর বিরুদ্ধে হত্যার হুমকি দিয়ে মিথ্যা বক্তব্য রেকর্ড করে তারা। অথচ তারা নাকি সত্যবাদী আলেম।
আমি আশ্বর্য হই নি কারন তাদের ভিত্তিই মিথ্যার উপরে।
জিজ্ঞাস ও করা হলো ভাই আপনারা না আলেম তাহলে আখলাক তো দেখাবেন।
শরীরের এমন কোন অংশ নাই যে আঘাত করে নি।
Author
Md. Saiful Islam
মূল পোস্টঃ
মূল পোস্টটি পরতে এখানে ক্লিক করুনঃ
❗ নির্যাতন থামাতে আওয়াজ তুলুন।
#DocumentingOppression #PrayForJustice #OppressionInIslamicCommunities #SayNoToViolence #Bangladesh





