📢 কওমি মাদ্রাসার তিন শিশুকে দুষ্কর্মের চেষ্টা ❗ শিক্ষক গ্রেপ্তার
রাজবাড়ীর কালুখালী উপজেলার হরিণবাড়িয়া কামিয়া দারুল উলুম কওমি মাদ্রাসার এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ! 😡
🔹 অভিযুক্ত: আব্দুল্লাহ আল মামুন (৩৩)
🔹 বাসিন্দা: পাইকগাছা, খুলনা
🔹 অভিযোগ: তিন শিশুকে রুমে ডেকে নোংরা কাজের চেষ্টা
🔹 ঘটনার সময়কাল: গত তিন মাস
স্থানীয়রা বিষয়টি বুঝতে পেরে তাকে আটক করে এবং পরে পুলিশের হাতে তুলে দেয়। এক শিশুর পরিবার থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ তাকে আদালতে পাঠিয়েছে।
⚖ বিচার চাই! কঠোর শাস্তি চাই! ⚖
🔸 শিশুরা নিরাপদ না থাকলে, সমাজ ধ্বংস হয়ে যাবে!
🔸 ধর্মীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে নজরদারি বাড়ানো হোক!
📢 আপনার মতামত দিন! সচেতন হোন! শেয়ার করুন!
#শিশুর_নিরাপত্তা #বিচার_হোক #শিক্ষক_নয়_রাক্ষস #বাংলাদেশ #নিষ্পাপ_শিশু #জাগ্রত_সমাজ