# অভিশপ্ত দখলদারদের নতুন নৃশংসতা: খাদ্যের প্রলোভনে ফিলিস্তিনি শিশুদের হত্যা📍 গাজা, ফিলিস্তিন | বিশেষ প্রতিবেদনপবিত্র ভূমি ফিলিস্তিনে ইহুদিবাদী দখলদার বাহিনী তাদের বর্বরতা আরও একবার প্রমাণ করল। গাজা শহরে অনাহারে কাতর শিশুদের হাতে আটার ব্যাগ তুলে দিয়ে এক পাশবিক ফাঁদ পেতে রাখা হয়েছিল তাদের জন্য। সেই নিষ্ঠুর ফাঁদের পরিণতি—তাদের গুলি করে নির্মমভাবে হত্যা করা হয়েছে।প্রত্যক্ষদর্শীরা জানান, দখলদার বাহিনীর সদস্যরা প্রথমে শিশুদের কাছে ত্রাণের আশ্বাস দেয়, খাদ্যের লোভ দেখিয়ে তাদের একটি নির্দিষ্ট স্থানে জড়ো করে। এরপর কোনো কারণ ছাড়াই শুরু হয় গুলিবর্ষণ। রক্তে রঞ্জিত হয় নিষ্পাপ শিশুদের হাত, যাদের হাতে থাকার কথা ছিল শুধু খেলনা কিংবা কিতাব।এই বর্বরতা শুধু মানবতা নয়, সম্পূর্ণভাবে ইসলামের শিক্ষা ও নৈতিকতার বিরুদ্ধে। রাসূলুল্লাহ ﷺ যুদ্ধের সময়ও শিশু, নারী, বৃদ্ধদের হত্যা নিষিদ্ধ করেছিলেন। অথচ আজকের তথাকথিত সভ্যতার দাবিদার ইহুদীবাদীরা দিনের পর দিন মুসলিম শিশুদের উপর চালাচ্ছে অমানবিক গণহত্যা।"অত্যাচারীদের জন্য রয়েছে কঠিন শাস্তি,"—পবিত্র কোরআনের এই বাণী আজ আরও বাস্তব বলে মনে হচ্ছে।ইসলামি বিশ্ব ও মুসলিম উম্মাহর প্রতি এখন সময় এসেছে একসঙ্গে দাঁড়াবার, নিপীড়িত ফিলিস্তিনি ভাইবোনদের পাশে থাকার।আল্লাহ তাদের শাহাদাত কবুল করুন এবং আমাদেরকে জালিমদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর তাওফিক দিন। آمين 🤲—***দেশ-বিদেশের সকল ধরনের সংবাদ পেতে আমাদের পেজটিকে ফলো দিন।***#DocumentingOppression#FREE_PALESTINE
0 93 1 minute read



