ভোলায় আমার দেশ পত্রিকার সাংবাদিকের উপর হেফাজতের নির্মম হামলা ভোলায় হেফাজত সংশ্লিষ্ট একটি চক্রের হাতে আমার দেশ পত্রিকার সাংবাদিকের উপর যে নৃশংস হামলা হয়েছে, তা গণমাধ্যমের স্বাধীনতার উপর সরাসরি আঘাত। এই ধরনের হামলা কেবলমাত্র মতপ্রকাশের স্বাধীনতাকে দমিয়ে রাখার উদ্দেশ্যেই ঘটে থাকে। এমন অমানবিক আচরণ নিন্দনীয় এবং আইনের আওতায় এনে দোষীদের দ্রুত শাস্তি নিশ্চিত করা প্রয়োজন।
#গণমাধ্যমেরস্বাধীনতা #নিপীড়ন #সাংবাদিকতারঅধিকার #আইনেরশাসন #হেফাজতেরঅত্যাচার
0 123 Less than a minute



