ওয়াশিংটন পোস্ট ফিলিস্তিনে শহীদ ১৮৫০০ শিশু কিশোরের বয়স ভিত্তিক তালিকা প্রকাশ করেছে।
এক বছর থেকে শুরু করে ১৭ বছর বয়স পর্যন্ত কতো বছর বয়সে কতোজন শহীদ তার সংখ্যা:
* প্রথম জন্মদিনের আগে: ৯৫৩
* এক বছর বয়সী: ৯৪৩
* দুই বছর বয়সী: ৯৭২
* তিন বছর বয়সী: ৮৯৯
* চার বছর বয়সী: ৮৬৮
* পাঁচ বছর বয়সী: ৯৮৫
* ছয় বছর বয়সী: ৯২৪
* সাত বছর বয়সী: ৯৬৭
* আট বছর বয়সী: ৮৯৫
* নয় বছর বয়সী: ৯২১
* দশ বছর বয়সী: ৯০৭
* এগারো বছর বয়সী: ৯৭৬
* বারো বছর বয়সী: ১০০১
* তেরো বছর বয়সী: ১০৮৪
* চৌদ্দ বছর বয়সী: ১১৩২
* পনেরো বছর বয়সী: ১০৬৪
* ষোল বছর বয়সী: ১২১২
* সতেরো বছর বয়সী: ১২১৮
কতো কতো ছোট্ট ছোট্ট সুন্দর শিশু কিশোর; আহা। হৃদয় চূর্ণবিচূর্ণ হয়ে যাওয়ার মতো। ছবির মেয়েটির নাম আয়লুল কুয়াদ। সাত বছর বয়সী ছিলো।
#DocumentingOppression
